Home Uncategorized নাটকের মঞ্চায়ন বাতিল ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে: পুলিশ
Uncategorized

নাটকের মঞ্চায়ন বাতিল ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে: পুলিশ

Share
Share

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত বিতর্কের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ। তাদের দাবি, বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। ধর্মীয় কোনো কারণ এতে জড়িত নয়। শুক্রবার (৪ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিরোধিতা করে এটিকে ‘বিভ্রান্তিকর’ বলা হয়।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে ৩ এপ্রিল সকাল ১০টার দিকে রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ‘আপন দুলাল’ নামের একটি নাটকের মহড়া হচ্ছিল। এটি আয়োজন করেছিলেন দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও তরুণ। তবে নাটকটি স্থানীয় বিএনপির জুনিয়র নেতাদের উদ্যোগে হওয়ায়, সিনিয়র নেতাদের সঙ্গে রাজনৈতিক মতবিরোধের আশঙ্কা দেখা দেয়।

পুলিশের দাবি অনুযায়ী, পরবর্তীতে উভয় পক্ষের আলোচনায় নাটক মঞ্চায়ন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমানের অনুরোধেই নাটক বন্ধ করা হয়। এতে ধর্মীয় কোনো চাপ বা হুমকির বিষয় ছিল না।

পুলিশ আরও দাবি করেছে, ঘটনা সম্পর্কে কিছু সংবাদমাধ্যমে যেভাবে মসজিদের ইমামের উদ্ধৃতি তুলে ধরা হয়েছে, তা সঠিক নয়। রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম আজিজুল হক পরবর্তীতে জানিয়েছেন, তিনি সে ধরনের কিছু বলেননি।

তবে স্থানীয় সূত্র ও নাট্যকর্মীরা ভিন্ন তথ্য দিয়েছেন। নাট্যকর্মী খন্দকার শাহাদাত হোসেন প্রথম আলোকে জানান, বুধবার রাতে বাজারে তাঁরা বসে ছিলেন, তখন মসজিদের ইমাম, সভাপতি এবং কয়েকজন মুসল্লি এসে তাঁদের নাটক মঞ্চায়ন বন্ধ করতে বলেন। এমনকি ভবিষ্যতে আর নাটক না করার আহ্বানও জানানো হয়। এরপর বৃহস্পতিবার সকালে ডেকোরেটরের কর্মীরা মঞ্চ ও প্যান্ডেল খুলে নিয়ে যান।

মসজিদের ইমাম মো. আজিজুল হক প্রথম আলোকে বলেন, নাটক যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন আশঙ্কায় তাঁরা আয়োজকদের অনুরোধ করেন মঞ্চায়ন না করতে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় নাটকের পরিবর্তে সেখানে দোয়া মাহফিল হবে।

মসজিদ কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামও জানান, ধর্মপ্রাণ মুসল্লিদের সমন্বয়ে সিদ্ধান্ত নিয়েই নাটক বন্ধ করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে এখনো এই ঘটনাকে রাজনৈতিক দ্বন্দ্বের ফসল হিসেবে উল্লেখ করা হচ্ছে। গাজীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় বিভ্রান্তি ছড়ানো সংবাদ প্রচার হয়েছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’...

শেখ রাসেলের ছবিতে শ্রদ্ধা নিবেদন করে বিতর্কে বিএনপি নেতা ফোরকান মাস্টার

৭ এপ্রিল পটুয়াখালীর কনকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফোরকান হোসেন ওরফে ফোরকান মাস্টারের বেশ কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে...

Related Articles

লাশের উপর নৃত্য ও মদ্যপানে মেতেছে নেতানিয়াহুর বাহিনী।

গাজায় সীমাহীন বর্বরতা চালিয়ে ইসরায়েলী বাহিনী লাশ আর ধ্বংসস্তূপের ওপরেই যেন উল্লাসে...

চাহিদার তুঙ্গে ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’—তবু শো বাড়াচ্ছে না স্টার সিনেপ্লেক্স

এই বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছয়টি বাংলা সিনেমার মধ্যে তিনটি—‘বরবাদ’, ‘দাগি’ ও...

ঢাকার দক্ষিণ কমলাপুরে ছুরিকাঘাতে নারী নিহত

ঢাকার দক্ষিণ কমলাপুরে আয়েশা খানম (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা...

৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সায়মা ওয়াজেদের বিরুদ্ধে

সূচনা ফাউন্ডেশনের নামে ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ডের প্রায় ৩৩ কোটি...