মাগুরায় ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।
‘বাংলাদেশ আর্মি’ ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সর্বোচ্চ চিকিৎসা প্রয়োগ করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়, শেষবার আর তার হৃদস্পন্দন ফিরে আসেনি।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। অভিযুক্ত হিটু শেখ (৫০)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা রিমান্ডে রয়েছে।
এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং পাশে থাকার আশ্বাস দিয়েছে।
এ ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিশু আছিয়ার হত্যার বিচার ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সামাজিক সংগঠন ও সাধারণ জনগণ সোচ্চার হয়েছে।
Leave a comment