শুধু একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এটিই কি একমাত্র রাজনৈতিক সংস্কার? এমন প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবশ্যই প্রয়োজন, তবে সেটিই কি একমাত্র সংস্কার? বাজারব্যবস্থা, চিকিৎসাব্যবস্থা, কৃষি ও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর সংস্কারও সমান জরুরি।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশান শুটিং ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, ‘২০ কোটি মানুষের দেশে ন্যূনতম চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কীভাবে দেশের মানুষের জন্য সুলভ চিকিৎসা নিশ্চিত করব, সেটি কি সংস্কার নয়?’
তিনি আরও বলেন, ‘আমাদের বাজারব্যবস্থা ও উৎপাদন ব্যবস্থায় সংস্কার দরকার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে পরিকল্পনা না করলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে।’
পরিবেশদূষণের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে পরিবেশ আজ চরম হুমকির মুখে। শব্দদূষণ, বায়ুদূষণ, পানিদূষণের কারণে লাখ লাখ মানুষ অসুস্থ হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে পরিবেশ রক্ষার জন্য সংস্কার প্রস্তাব আনতে হবে।’
ইফতার অনুষ্ঠানে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a comment