বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় সদস্য পদ স্থগিত করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। তবে স্থগিতাদেশের পেছনের নির্দিষ্ট কারণ বা অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
এ ধরনের সিদ্ধান্ত দলের অভ্যন্তরে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিএনপির অন্যতম আইনজীবী নেতা হিসেবে পরিচিত মাসুদ আহমেদ তালুকদারের পদ স্থগিত হওয়া নিয়ে নানা মতামত উঠে আসছে। যদিও এখন পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি।
দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের কারণে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের মুখে পড়েন, যার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a comment