সোমবার রাতে জাপানের দক্ষিণাঞ্চল কিউশু অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যার ফলে পুরো এলাকা কেঁপে ওঠে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে মিয়াজাকি শহরের উপকূলীয় সাগরে ৬.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি ঘটে।
তবে, জেএমএ’র তদন্তে দেখা গেছে, ভূমিকম্পটি নানকাই ট্রফ নামে পরিচিত সাগরের তলদেশের একটি খাদ থেকে সৃষ্টি হওয়া ধ্বংসাত্মক ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত নয়। অতীতে এই অঞ্চল প্রতি ১০০-১৫০ বছরে একবার বড় ধরনের ভূমিকম্পের শিকার হয়। গেল বছর এই ট্রফে ৭.১ মাত্রার একটি ভূমিকম্পের পর ৯ মাত্রার সম্ভাব্য মহা ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছিল, কিন্তু এবার সে ধরনের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পর মিয়াজাকি ও কোচি প্রিফেকচারের জন্য সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়। পরে মিয়াজাকি উপকূলে ২০ সেন্টিমিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটে সব সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।
জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের কারণে ইকাতা এবং সেন্দাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। এটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।
এই ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে দেশটির প্রশাসন ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে।
Leave a comment