Home স্মরণে ২৫শে বৈশাখ: আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন
স্মরণে

২৫শে বৈশাখ: আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন

Share
Share

আজ থেকে ঠিক ১৬৪ বছর আগে, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ, যিনি একদিন হয়ে উঠবেন বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির শ্রেষ্ঠতম ধ্বজাধারী। তার নাম—রবীন্দ্রনাথ ঠাকুর।

২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ। ঠাকুরবাড়িতে ছিল একধরনের নিঃশব্দ উল্লাস। দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদাসুন্দরী দেবীর চতুর্দশ সন্তান, সেই শিশু রবীন্দ্রনাথ, ভবিষ্যতের এক অমূল্য রত্ন হয়ে ধীরে ধীরে বিকশিত হতে থাকেন।

শৈশবে তিনি বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে স্বস্তি পাননি; বরং প্রকৃতি, সংগীত, কাব্য ও দর্শনের টানে নিজেকে গড়ে তুলেছিলেন নিজস্ব ধারায়। আট বছর বয়সেই কাব্যচর্চার সূচনা, আর মাত্র ১৩ বছর বয়সে পত্রিকায় প্রথম কবিতা প্রকাশ। এরপরের গল্প এক অভাবনীয় উত্থানের।

১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে। কিন্তু সেখানে থেকেও হারিয়ে যাননি শিকড়ের টানে। ফিরে এসে বাংলা সাহিত্যকে দিলেন এক নবজাগরণের ধারা। “ভিখারিণী” গল্প দিয়ে শুরু হলো বাংলা ছোটগল্পের নতুন যুগ। এরপর একে একে এল “গীতাঞ্জলি”, “ঘরে বাইরে”, “গোরা”, “রবীন্দ্র সঙ্গীত”—এবং আরও শত শত সৃষ্টি।

১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে রবীন্দ্রনাথ শুধু বাংলা নয়, সমগ্র এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হিসেবে ইতিহাসে নাম লেখান।

কিন্তু বিশ্বকবির পথ শুধু সম্মানের ছিল না। রাজনীতি, সমাজ, মানবতা—সব কিছুর সাথেই ছিল তার সক্রিয় মনোযোগ। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারের ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে গড়ে তুলেছিলেন শিক্ষা ও মানবিকতার এক নতুন আঙ্গিক।

আজ এই দিনে, বিশ্ববাসীর উচিত স্মরণ করা সেই আলোকবর্তিকাকে, যিনি একাধারে ছিলেন কবি, গীতিকার, দার্শনিক, শিল্পী ও মানবতাবাদী। শুধু বাংলা নয়, গোটা পৃথিবীর সাংস্কৃতিক মানচিত্রে তার নাম উজ্জ্বল হয়ে আছে চিরকাল।

রবীন্দ্রনাথ জন্মেছিলেন এক কবিতার মতো দিনে—২৫শে বৈশাখ। তার জীবনও ছিল এক মহাকাব্য, যেখানে শব্দ, সুর ও চিন্তার দোলায় জেগে উঠেছে এক নতুন বিশ্বচেতনা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলকে  লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি...

ফেনীতে একদিনে শনাক্ত হয়েছে ৩ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে জুন মাসে দুইজনের ডেঙ্গু আক্রান্ত হন।...

Related Articles

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী

আজ ৩০ মে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। এদিনটিকে কেন্দ্র করে...

আজ জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী। 

আজ   ১১ জ্যৈষ্ঠ সাম্য, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল  ইসলামের ১২৬তম...

আজ ৫২’এর ভাষা সৈনিক আবদুল গাফফার চৌধুরী্র প্রয়াণ দিবস

২০২২ সালের ১৯ মে, লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালজয়ী...

ইহলোক ত্যাগ করেছে বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা

‘পেপে’ নামে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা ৮৯ বছর বয়সে মারা...