নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেকে ‘স্যার’ নয়, বরং ‘ভাইয়া’ বলে সম্বোধনের অনুরোধ জানিয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে আয়োজিত “ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান” অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতেই তারেক রহমান তরুণ সমাজকে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আগামী ১৫ থেকে ২০ বছর দেশের অগ্রযাত্রায় যুবশক্তিই প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে। এই সময়কে কাজে লাগিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শুধু সমস্যা চিহ্নিত করলেই চলবে না, বরং দেশকে ভবিষ্যতে কীভাবে সাজানো হবে এবং নেতৃত্ব কেমন হওয়া উচিত—এসব বিষয়ে তরুণদের ভাবনা জানতে চান বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে একটি মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী প্রশ্ন শুরু করার সময় তাকে ‘স্যার’ বলে সম্বোধন করলে তারেক রহমান হাসিমুখে থামিয়ে দিয়ে বলেন, “আপনারা চাইলে আমাকে ভাইয়া বলতে পারেন। বয়সের হিসেবে আঙ্কেলও বলতে পারেন, তবে আঙ্কেল ডাকটা খুব একটা পছন্দ করব না। ভাইয়া বললে ভালো লাগবে।” তার এ মন্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হাসির রোল পড়ে এবং পরবর্তী প্রশ্নগুলোতে তাকে ‘ভাইয়া’ বলেই সম্বোধন করা হয়।
ওই শিক্ষার্থী তার প্রশ্নে জানান, তারা ২০২০ সালে মহামারির সময় মাশরুম চাষভিত্তিক একটি ব্যবসা শুরু করেছিলেন। তবে পুঁজির সংকট ও ব্যাংক ঋণের জটিলতার কারণে সেই উদ্যোগ দীর্ঘস্থায়ী হয়নি। জামানত সংক্রান্ত শর্তের কারণে তরুণ উদ্যোক্তারা কীভাবে সহজে ঋণ পেতে পারেন—এ বিষয়ে জানতে চান তিনি।
জবাবে তারেক রহমান বলেন, দেশে ব্যাংক ঋণ প্রক্রিয়ায় বাস্তবেই নানা জটিলতা রয়েছে। বিএনপি নির্বাচিত হলে আইন সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর বিষয়টিও দলের নীতিগত ভাবনার অংশ বলে উল্লেখ করেন।
আরেক প্রশ্নে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী তারেক রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তার হালকা জ্বর রয়েছে। তবু নির্ধারিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন ।
চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোর জলাবদ্ধতা সমস্যাও আলোচনায় উঠে আসে। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, জলাবদ্ধতা এখন একটি বড় নগর সমস্যা। এটি সমাধানে খাল খনন সবচেয়ে কার্যকর পদ্ধতি বলে তিনি মনে করেন। সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন, যা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে সহায়ক হবে বলে তার ধারণা।
আয়োজক সূত্রে জানা যায়, এ ইয়ুথ পলিসি টকে চট্টগ্রাম ও আশপাশের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। তরুণদের সরাসরি মতামত শোনা এবং নীতিনির্ধারণী আলোচনায় তাদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয় বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রাম সফরে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তরুণদের সঙ্গে এ ধরনের সরাসরি সংলাপকে রাজনৈতিক বিশ্লেষকরা চলমান নির্বাচনি প্রচারণার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন, যেখানে যুবসমাজের প্রত্যাশা, কর্মসংস্থান, শিক্ষা ও নগর সমস্যা প্রাধান্য পাচ্ছে।
Leave a comment