সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে মারুফ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলাবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মারুফ স্থানীয় বাসিন্দা কামরুল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে তিনি এলাকার একটি কাঁকড়া হ্যাচারিতে দিনমজুর হিসেবে কাজ করতেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে আড্ডা ও খেলাধুলায় সময় কাটাতেন মারুফ। শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে আর উঠতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন বন্ধু একসঙ্গে পানিতে নামলেও হঠাৎ মারুফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পানির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, “দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণে মারুফের মৃত্যু হয়েছে। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা সাংবাদিকদের জানান, ঘটনাটি নিছক দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন আসায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
হঠাৎ এ মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে । তরুণ বয়সে প্রাণ হারানোয় মারুফের পরিবার ভেঙে পড়েছে। প্রতিবেশীরা জানান, পরিশ্রমী ও হাসিখুশি স্বভাবের জন্য গ্রামে সবার সঙ্গে সুসম্পর্ক ছিল তার। অল্প বয়সেই সংসারের হাল ধরেছিলেন তিনি।
বাংলাদেশে প্রতিবছরই পানিতে ডুবে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়। ইউনিসেফের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন মানুষ পানিতে ডুবে মারা যান। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ শিশু ও তরুণ। বিশেষজ্ঞদের মতে, সাঁতার শিক্ষা বাধ্যতামূলক করা এবং স্থানীয় পর্যায়ে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা জোরদার করলে এ ধরনের দুর্ঘটনা কমানো সম্ভব।
Leave a comment