সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় এক লাউ বাগান থেকে নারী গ্রামপুলিশ আন্না রানী দাসের (বয়স অপরিষ্কৃত) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয় এক পথচারী পুকুরপাড়ের পাশে লাউ বাগানে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নিহত আন্না রানী দাস সলঙ্গা ইউনিয়নের দফাদার পদে কর্মরত ছিলেন এবং ভরমোহনী দাসপাড়া গ্রামের মৃত বিজেন চন্দ দাসের স্ত্রী ছিলেন। স্থানীয়দের কথায়, সকালে তিনি বাগানে পড়ে ছিলেন, যা দেখে পথচারী পুলিশকে খবর দেন। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবি বলেন, “আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
স্থানীয়রা জানান, আন্না রানী দাস ছিলেন দায়িত্বপরায়ণ কর্মী। । পুলিশ তদন্তে নানা দিক বিবেচনা করছে এবং হত্যাকাণ্ডের সম্ভাবনা খতিয়ে দেখছে।
Leave a comment