বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা থেকে রংপুরগামী দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে ফুট ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-২৬৮৩) হঠাৎ ব্রেক করলে, পেছন থেকে আসা হানি পরিবহনের আরেকটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-২৭২৫) সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন।
আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এবং পুলিশ আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।”
প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও হঠাৎ ব্রেক করাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে পুলিশ। তবে তদন্ত সাপেক্ষে সঠিক কারণ জানা যাবে। স্থানীয়দের অভিযোগ, ঢাকা-রংপুর মহাসড়কে রাতের বেলায় অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং এবং সড়কের অনিয়মিত যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
Leave a comment