শাহবাগ গণজাগরণ মঞ্চের নেতাদের বিচার এবং সংগঠক লাকী আক্তারের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। তাঁরা নিজেদের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বলে দাবি করেছেন।
বুধবার সন্ধ্যায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে স্লোগান দেন এবং বক্তৃতা করেন। তাঁরা ‘শাহবাগীরা বাংলা ছাড়’, ‘শাহবাগ না বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন। পরে সেখান থেকে মিছিল বের করে বসুন্ধরা আবাসিক এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে আবার মূল স্থানে ফিরে আসেন।
বিক্ষোভকারীদের একজন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সালাহউদ্দিন ওমর সাম্য বলেন, ‘২০১৩ সালে শাহবাগ আন্দোলন বাংলাদেশের বিভাজন তৈরি করেছিল। এখন তারা আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমরা তাদের বিচার চাই।’
এদিকে একই দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন মানববন্ধন করে। সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, ‘লাকী আক্তার ও ইমরান এইচ সরকারকে মবতন্ত্রের সূচনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁরা মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন।’
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি তাঁরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানান।
Leave a comment