যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ নির্ধারণ করেছেন। এর সরাসরি প্রভাব পড়তে পারে আইফোনসহ অন্যান্য প্রযুক্তিপণ্যের দামে। বিশ্লেষকদের মতে, চীনে উৎপাদিত আইফোন আমদানিতে অ্যাপলকে অতিরিক্ত শুল্ক দিতে হতে পারে, যা শেষ পর্যন্ত ভোক্তার ঘাড়েই চাপবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ৮০ শতাংশ আইফোন চীনে তৈরি হয়। তবে অ্যাপল এখন ভারতের মতো দেশে উৎপাদন বাড়াতে কাজ করছে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, সরবরাহ চেইন পুরোপুরি বদলাতে অন্তত তিন বছর ও ৩০ বিলিয়ন ডলার লাগবে।
বিশ্লেষণ অনুযায়ী, চীনে তৈরি ২৫৬ জিবি আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম বাড়তে পারে ১,১৯৯ ডলার থেকে বেড়ে ১,৯৯৯ ডলার পর্যন্ত। ভারতে তৈরি ১২৮ জিবি আইফোন ১৬ প্রোর দাম ৯৯৯ ডলার থেকে হতে পারে ১,০৪৬ ডলার। আর যুক্তরাষ্ট্রে যদি আইফোন তৈরি হয়, তাহলে সেটির দাম তিন গুণ বেড়ে ৩,৫০০ ডলার পর্যন্ত হতে পারে বলে মত ওয়েডবুশ সিকিউরিটিজের।
তবে অ্যাপলের দাম বৃদ্ধির বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিশ্লেষকদের মতে, ব্র্যান্ড হিসেবে আইফোনের প্রতি ভোক্তার আস্থা এতটাই বেশি যে সীমিত হারে দাম বাড়লেও বিক্রি খুব একটা কমবে না।
Leave a comment