যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই পুলিশ। বুধবার দুপুরে নর্থ কোডোরাস টাউনশিপে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও আল–জাজিরার।
অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস জানান, গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে। আহত দুই কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ঘটনার পরপরই পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ঘটনাস্থলে যান। ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার কারণ বা হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এ ঘটনাকে ‘আমাদের সমাজের জন্য অভিশাপ’ বলে উল্লেখ করেন। তিনি জানান, ফেডারেল এজেন্টরা স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা বাড়ছে। নতুন এই হামলা আবারও দেশটির অস্ত্র সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Leave a comment