যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন। কাতারের দোহায় আয়োজিত এক অর্থনৈতিক ফোরামের আলোচনায় এই ইঙ্গিত দেন ৪৭ বছর বয়সী এই রাজনীতিক ও ব্যবসায়ী।
ব্লুমবার্গ আয়োজিত কাতার ইকোনমিক ফোরামের একটি প্যানেল আলোচনায় ট্রাম্প জুনিয়রের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি কখনো হোয়াইট হাউসের জন্য লড়বেন কি না। শুরুতে তিনি হাসিতে বিষয়টি এড়িয়ে গেলেও পরে বলেন, “আমি জানি না, হয়তো একদিন হতেও পারে।” তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাততালির রোল পড়ে যায়।
তিনি বলেন, “এই ধরনের প্রশ্ন আমার জন্য সম্মানের বিষয়। কিছু মানুষ যখন বিষয়টিকে স্বাভাবিক মনে করছে, সেটিও একধরনের সম্মান।”
ট্রাম্প জুনিয়র বর্তমানে ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী সহসভাপতির দায়িত্ব পালন করছেন এবং তার বাবার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) রাজনৈতিক দর্শনের একজন উজ্জ্বল মুখ। তিনি জানান, তার মতে তার বাবা শুধু প্রেসিডেন্ট হননি, বরং রিপাবলিকান পার্টির রাজনৈতিক চরিত্রই বদলে দিয়েছেন। তার ভাষায়, “এখন এটা ‘আমেরিকা ফার্স্ট’ পার্টি, আপনি যেভাবেই দেখুন না কেন।”
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর ডোনাল্ড ট্রাম্প যখন সরকারি দায়িত্বে যান, তখন পারিবারিক ব্যবসার দায়িত্ব তুলে দেন দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের হাতে। যদিও ট্রাম্প সিনিয়র এখন আর কোনো নির্বাহী পদে নেই, তবে পারিবারিক ব্যবসায় তার মালিকানা রয়েছে একটি ট্রাস্টের মাধ্যমে।
এর আগে মার্চ মাসে বামপন্থী সংবাদমাধ্যম মিডিয়েট এক প্রতিবেদনে জানায়, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তখন তিনি এই দাবি প্রত্যাখ্যান করলেও এবার প্রকাশ্য আলোচনায় বিষয়টি উড়িয়ে দেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প পরিবার যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনীতিতে যেভাবে প্রভাব বিস্তার করে চলেছে, তাতে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের হোয়াইট হাউস অভিমুখে যাত্রা শুরু এখন শুধু সময়ের অপেক্ষা।
Leave a comment