টানা প্রবল বৃষ্টিপাতে মেক্সিকোর উপসাগরীয় উপকূল ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৬৪ জনের মৃত্যু এবং আরও ৬৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, সোমবার (১৩ অক্টোবর) মেক্সিকোর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, টানা ভারী বৃষ্টিতে অন্তত ৬৪ জন নিহত এবং ৬৫ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের অনেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি রাজ্য হলো হিদালগো ও ভেরাক্রুজ।
• ভেরাক্রুজে: ২৯ জনের মৃত্যু, ১৮ জন নিখোঁজ
• হিদালগোতে: ২১ জনের মৃত্যু, ৪৩ জন নিখোঁজ
জাতীয় নাগরিক সুরক্ষা সমন্বয়ক লরা ভেলাসকেজ জানান, ক্রান্তীয় নিম্নচাপের ফলে নদীগুলো উপচে পড়ে এবং পাহাড় ধসে পড়ে। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেন, “বৃষ্টিপাতের তীব্রতা আমরা কল্পনাও করিনি।” মেক্সিকোর নৌবাহিনীর সচিব অ্যাডমিরাল রাইমুন্দো মোরালেস জানান, উষ্ণ ও শীতল বায়ুর সংঘর্ষে এই বিপর্যয় ঘটেছে। প্রায় ১ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু সেতু ও সড়ক ভেঙে গেছে।
সরকারি তথ্যমতে, হাজার হাজার উদ্ধারকর্মী দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত আছেন। যে পাঁচ রাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল, তার বেশিরভাগ জায়গায় সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ ডেঙ্গু ও অন্যান্য জলবাহিত রোগের বিস্তার রোধেও কাজ করছে।
Leave a comment