রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে উঠে এসেছে ভয়ংকর তথ্য। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, হত্যার আগে ঘাতকরা ছিন্নমূলের ছদ্মবেশে ফুটপাতে বস্তার ভেতর লুকিয়ে অবস্থান নেয়। মুছাব্বির ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে তারা হঠাৎ বেরিয়ে এসে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার কাবাবের সামনে ঘটনাটি ঘটে।
হত্যাকাণ্ডের পর একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে পুরো ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে দুই দুর্বৃত্ত বস্তা নিয়ে বসে ছিল। মুছাব্বির সেখানে পৌঁছালে তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন দিক থেকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও তিনি উঠে পালানোর চেষ্টা করেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন পড়ে যায়, যা নিয়ে ঘাতকরা দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হামলার সময় মুছাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ, (কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক) গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, “খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।”
এই নির্মম হত্যাকাণ্ড রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
Leave a comment