মাগুরা জেলার পারনান্দুয়ালী ঢাকা রোড সংলগ্ন নতুন সেতু এলাকায় টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে দীপ্ত নামের এক কিশোর। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী দীপ্ত (১৬) মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে মাগুরা শহরতলির মাতরানিতি পাড়া এলাকার বাসিন্দা। দীপ্তর বাবা ফেরদৌস হোসেন কানাডা প্রবাসী।
স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, দীপ্ত ও তার দুই বন্ধু সেদিন সন্ধ্যায় পারনান্দুয়ালী নবগঙ্গা সেতু এলাকায় ঘুরতে গিয়েছিল। তারা সেতুর পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করতে থাকে। সেই সময় টিকটকের জন্য ভিডিও শুটিং চলাকালে হঠাৎ দীপ্ত পা পিছলে নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার মুহূর্তে সেতু সংলগ্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় দ্রুত উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। দীপ্ত পানিতে পড়ে যাওয়ার পরপরই বন্ধু ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও রাত ৯টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবার দাবি করেছে, মাগুরায় কোনো পেশাদার ডুবুরি দল না থাকায় দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও তারা পরিদর্শন শেষে ফেরত যান, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দীপ্তর স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতিমধ্যে ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।”
সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে টিকটক ও শর্ট ভিডিও তৈরির প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না মেনে বিপজ্জনক জায়গায় ছবি বা ভিডিও ধারণ অনেক সময় প্রাণঘাতী হতে পারে। মাগুরার এ ঘটনা আবারও সেই ঝুঁকির দিকটি সামনে নিয়ে এসেছে। রাত পর্যন্ত দীপ্তর কোনো খোঁজ মেলেনি।
Leave a comment