সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও আবেগ প্রকাশ করেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাকে হারানোর বেদনায় ভরা এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি খালেদা জিয়াকে শুধু দেশের একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং একজন স্নেহশীল মা ও আত্মত্যাগী অভিভাবক হিসেবে স্মরণ করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তারেক রহমান লেখেন, “আমার মা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” সংক্ষিপ্ত এই ঘোষণার মধ্য দিয়েই তিনি মায়ের ইন্তেকালের খবর দেশবাসীর সামনে তুলে ধরেন।
পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, খালেদা জিয়া ছিলেন বহু মানুষের কাছে ভিন্ন ভিন্ন পরিচয়ের প্রতীক। তাঁর ভাষায়, “অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা।” তিনি বলেন, আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখে গেছেন।
ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে তারেক রহমান লেখেন, “আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য,”। তাঁর মতে, রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন মা হিসেবে খালেদা জিয়ার ভূমিকা ছিল পরিবারের জন্য নিরন্তর প্রেরণার উৎস।
তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের মধ্যেও খালেদা জিয়া ছিলেন পরিবারের “সত্যিকারের অভিভাবক”।
পোস্টে খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়গুলোর কথাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি লেখেন, তাঁর মা বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন এবং সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যেও তিনি পরিবারে অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন। এই অভিজ্ঞতাগুলোই পরিবারের প্রতিটি সদস্যকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার শক্তি জুগিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দেশের জন্য খালেদা জিয়ার ব্যক্তিগত ত্যাগের কথাও স্মরণ করেন তারেক রহমান। তাঁর ভাষায়, “দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান।” তিনি লেখেন, এ কারণেই দেশ ও দেশের মানুষই হয়ে উঠেছিল খালেদা জিয়ার পরিবার, তাঁর সত্তা ও অস্তিত্ব। এই উপলব্ধির মধ্য দিয়ে তিনি মায়ের দেশপ্রেম ও আত্মনিবেদনের গভীরতা তুলে ধরেন।
পোস্টের শেষাংশে তারেক রহমান বলেন, খালেদা জিয়া জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস রেখে গেছেন, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি দেশবাসীর উদ্দেশে অনুরোধ জানিয়ে লেখেন, “আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন।” একই সঙ্গে তিনি ও তাঁর পরিবার দেশের মানুষের আবেগ, ভালোবাসা ও বিশ্বব্যাপী শ্রদ্ধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a comment