রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম তাসমিয়া (১৫)।
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গুরুতর আহত তাসমিয়া চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।
দুর্ঘটনায় তাসমিয়ার শরীরের প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়। ঘটনার পরপরই তাকে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। টানা চিকিৎসা সত্ত্বেও অবস্থার অবনতি হওয়ায় শনিবার মৃত্যুবরণ করেন তিনি।
তাসমিয়ার মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয়ভাবে তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। বিমান বিধ্বস্তের কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা প্রশিক্ষণজনিত কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
Leave a comment