মহাবিশ্বের প্রাচীনতম রহস্য উন্মোচনে আরেক ধাপ এগোলেন জ্যোতির্বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের মিজৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধারণ করা ছবি বিশ্লেষণ করে ৩০০টি রহস্যময় মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন।
বিজ্ঞানীদের ধারণা, এ বস্তুগুলো ছায়াপথ বা ছায়াপথ সদৃশ গঠন, যা বিগ ব্যাংয়ের কিছু পরেই তৈরি হয়েছিল। প্রায় ১৩০০ কোটি বছর আগে তৈরি হওয়া এই বস্তুর অস্বাভাবিক উজ্জ্বলতা বিজ্ঞানীদের চমকে দিয়েছে। এর মাধ্যমে মহাবিশ্বের জন্ম ও বিবর্তনের প্রাথমিক ধাপ সম্পর্কে নতুন তথ্য মিলতে পারে।
এর আগে ধারণা করা হতো মহাজাগতিক ইতিহাসের প্রাথমিক পর্যায়ে ছায়াপথের বিস্তার ও বৃদ্ধির হার ছিল ধীর। কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপে শনাক্ত নতুন বস্তুগুলো সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। এত প্রাচীন সময়ে এত বেশি সংখ্যক উজ্জ্বল ছায়াপথ সদৃশ বস্তুর অস্তিত্ব মহাবিশ্বের প্রাথমিক কাঠামো গঠনের প্রক্রিয়া নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
গবেষকরা বস্তুগুলো আলাদা করতে ব্যবহার করেছেন ড্রপআউট পদ্ধতি। এই কৌশলে আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে ছায়াপথ হঠাৎ অদৃশ্য হয়ে আবার জ্বলজ্বল করতে দেখা যায়। মহাবিশ্বের ক্রমাগত সম্প্রসারণের কারণে আলো প্রসারিত হয়ে ‘রেডশিফট’ তৈরি করে, যার ভিত্তিতে এসব বস্তুর বয়স ও অবস্থান নির্ধারণ সম্ভব হয়েছে।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে এমন ক্ষীণ ও দূরবর্তী আলোর উৎস শনাক্ত করতে সক্ষম, যা আগে কোনো টেলিস্কোপে সম্ভব হয়নি। এই টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা ইতিমধ্যেই মহাবিশ্বের প্রাথমিক যুগে তারা ও ছায়াপথের গঠন প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন।
Leave a comment