ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে র্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার নোয়াগাঁও কাশিমখাঁ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার শহিদ মিয়া (৬০) সরাইল উপজেলার নসীমপুর গ্রামের নান্নু মিয়ার ছেলে।
র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ রাত সাড়ে ৮টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে নোয়াগাঁও কাশিমখাঁ বাজার ভিআইপি ইটভাটার পূর্ব পাশে বুড্ডা গোদারাঘাট এলাকায় বিপুল পরিমাণ গাঁজা পাচারের জন্য রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে র্যাব সদস্যরা, উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করা একজনকে ধাওয়া করে আটক করে। পরে তার দখলে থাকা চারটি বড় প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাবের ভাষ্য অনুযায়ী, আটক শহিদ মিয়া দীর্ঘদিন ধরে মাদক পাচার ও সরবরাহের সঙ্গে জড়িত। বিভিন্ন সময় গোপনে গাঁজা সংগ্রহ ও পরিবহনের কাজে তার নাম উঠে এসেছে। র্যাবের ধারণা, উদ্ধার করা গাঁজা স্থানীয় বাজার বা আশপাশের এলাকায় সরবরাহের জন্য আনা হয়েছিল।
অভিযান শেষে উদ্ধার করা গাঁজা এবং আটক শহিদ মিয়াকে সরাইল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, তদন্তের মাধ্যমে গাঁজা পাচার চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।
সম্প্রতি মাদকদ্রব্যের বিস্তার রোধে র্যাব সারাদেশে একাধিক অভিযান পরিচালনা করছে। বিশেষ করে সীমান্তবর্তী ও যোগাযোগ-নির্ভর অঞ্চলে মাদকপাচার রোধে নজরদারি বাড়ানো হয়েছে। র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের রুট ও গডফাদারদের শনাক্তে তারা গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে।
Leave a comment