চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। বোনের মরদেহ দেখতে এসে বড় ভাইও মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুগডুগি গ্রামের বাসিন্দা নূরুর স্ত্রী শিরিনা খাতুন মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাতে মৃত্যুবরণ করেন। ভোরে তার বড় মেয়ে শান্তনা এক স্বপ্নে মাকে মৃত অবস্থায় দেখতে পান। ঘুম ভাঙার পর তিনি ছুটে গিয়ে মাকে ডাকার চেষ্টা করেন। সাড়া না পেয়ে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানান, এরপরই নিশ্চিত হয়—শিরিনা খাতুন আর বেঁচে নেই।
শিরিনা খাতুনের মৃত্যুর খবর দ্রুত পৌঁছে যায় তার ভাই নিজাম উদ্দিনের কাছে, যিনি পাশ্ববর্তী দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে বুধবার সকালে তিনি ছুটে আসেন বোনের বাড়িতে।
চোখের সামনে প্রিয় বোনের নিথর দেহ দেখে নিজাম উদ্দিন আবেগে ভেঙে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ দেখার পরপরই তিনি হঠাৎ বুকে হাত চেপে বসে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে উজিরপুর এলাকায় তার মৃত্যু হয়।
ভাই-বোনের এমন পরপর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা ডুগডুগি ও আকন্দবাড়ীয়া গ্রাম। বেলা ১২টার দিকে শিরিনা খাতুনের জানাজা শেষে তাকে ডুগডুগি কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে, বড় ভাই নিজাম উদ্দিনের মরদেহ বিকেলে তার নিজ গ্রাম আকন্দবাড়িয়ার তমালতলা কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে
Leave a comment