Home জাতীয় অপরাধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার
অপরাধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার

Share
Share

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে থানার ভেতরে বসে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহদী হাসান। কথোপকথনের একপর্যায়ে তাকে প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওটি প্রায় এক মিনিট ৪৬ সেকেন্ডের, যেখানে তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সাবেক এক ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করতে গিয়ে মাহদী হাসানের সঙ্গে ওসির তর্ক হয়। ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, কেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন প্রশাসনের সঙ্গে ‘বার্গেনিং’ করা হচ্ছে—এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আন্দোলনের সময় নিজেদের ভূমিকার কথা তুলে ধরে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেন।

ভিডিওতে আরও দেখা যায়, মাহদী হাসান দাবি করছেন যে জুলাই আন্দোলনের সময় একটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এক পুলিশ সদস্যকে আগুনে ঝলসে হত্যা করা হয়েছিল—এমন বক্তব্যও তিনি দেন। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি মাহদী হাসানের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় বলে জানা গেছে। এদিকে পুলিশ জানিয়েছে, ভিডিওতে দেওয়া বক্তব্য ও ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এখন ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে

ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার শাসনভার যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে—এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো এবং দেশটির...

ছাত্রলীগ করা অপরাধ হলে সারজিস আলমও অপরাধী

ছাত্রলীগের সঙ্গে অতীতে যুক্ত থাকা যদি অপরাধ হিসেবে বিবেচিত হয়, তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও সেই দায় এড়াতে...

Related Articles

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও...

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে যুবদলের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। সোমবার...

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি...

হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে...