কুমিল্লার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাছুম মিয়া নামের এক যুবক নিহতের মামলায় গ্রেপ্তার হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মিনহাদুল হাসান ওরফে রাফি। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শুক্রবার ভোরে ফেনীর মহিপাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। দুপুরে তাঁকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডে নন্দনপুর এলাকায় মাছুম মিয়া নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মিনহাদুল হাসান সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত হন। তাঁকে গ্রেপ্তারের পর কুমিল্লা আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা পুলিশ জানায়, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরও মিনহাদুল হাসান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিকবার ঝটিকা মিছিল বের করে এবং তার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করেন। এসব ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।
পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতার ঘটনায় মিনহাদুল হাসানের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে—এর মধ্যে দুটি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ও একটি বুড়িচং থানায়। এসব মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।
পুলিশের অভিযানে ফেনী জেলা পুলিশের সদস্যরাও সহায়তা করে।
Leave a comment