লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ১৫ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হায়দরগঞ্জ সড়কের আমতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম জান্নাতুল। সে উপজেলার সোনাপুর এলাকার প্রবাস ফেরত শিপন হোসেনের মেয়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিপন হোসেন ও তার স্ত্রী। বর্তমানে তারা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার সন্ধ্যার আগে শিপন হোসেন স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে রায়পুর বাসাবাড়ী–হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে পৌঁছালে স্ত্রী নাছরিন আক্তারের ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় পেঁচিয়ে যায়।
ওড়না পেঁচিয়ে যাওয়ার মুহূর্তেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং তিনজনই সড়কে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় শিশুটি, আর ঘটনাস্থলেই মারা যায় সে। আহত শিপন ও তার স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে শিশুটি সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের অনুরোধে ও লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।”
দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী মো. দেলোয়ার হোসেন বলেন, “সবকিছু ঘটল কয়েক সেকেন্ডে। ওড়না পেঁচিয়ে যেতেই মোটরসাইকেলটি উল্টে যায়। আমরা দৌড়ে গিয়ে দেখি শিশুটি নড়ছে না।”
স্থানীয়রা জানান, ওই সড়কে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং রাস্তাটি সরু হওয়ায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত দুর্ঘটনা-প্রবণ স্থানগুলোতে সতর্কতা চিহ্ন ও আলোকসজ্জার ব্যবস্থা করার দাবি জানান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (ARI)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে মোটরসাইকেল দুর্ঘটনার প্রায় ১২ শতাংশ ঘটছে পোশাক বা ওড়না পেঁচিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারানোর ফলে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের নিরাপত্তা সচেতনতা বাড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ওড়না বা শাড়ি পরে বাইকযাত্রার সময় সুরক্ষিতভাবে কাপড় বাঁধা বা ক্লিপ ব্যবহার করার সুপারিশ করা হয়।
Leave a comment