ফেনীতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শ্যামলী পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) এবং বাসের হেলপার মো. রফিক (৬০)। রবিউল ইসলামের বাড়ি পাবনার সাতিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি ওয়াজেদ আলীর ছেলে। আর নিহত রফিক যশোরের জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আব্দুল আলী মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস হাফেজিয়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এসময় দ্রুতগামী বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার রবিউল ইসলাম মারা যান।
পরে গুরুতর আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের হেলপার রফিক মারা যান। গুরুতর আহত বাসচালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত যাত্রীদের অনেকে অভিযোগ করেন, ট্রাকটি কোনো ধরনের সংকেত ছাড়াই হঠাৎ থেমে যায়। এর ফলে চালক বাস নিয়ন্ত্রণে রাখতে না পেরে দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও দ্রুত উদ্ধার তৎপরতার মাধ্যমে মহাসড়কে চলাচল স্বাভাবিক করা হয়। তিনি আরও বলেন, ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a comment