পাকিস্তান শনিবার দেশের সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এবং এর নেভিগেশন ও গতি–সংক্রান্ত প্রযুক্তি অত্যন্ত উন্নত।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, এই পরীক্ষার মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতার বিশ্লেষণ। এটি ‘এক্স সিন্ধু’ নামে পরিচালিত একটি বৃহৎ সামরিক মহড়ার অংশ ছিল, যেখানে উপস্থিত ছিলেন আর্মি স্ট্র্যাটিজিক ফোর্সেস কমান্ড (এএফএসসি), স্ট্র্যাটিজিক প্ল্যান ডিভিশনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এবং দেশের কৌশলগত প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
এই সফল উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে আইএসপিআর। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিজ্ঞানী, প্রকৌশলী ও সেনাবাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তাঁরা বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় কৌশলগত বাহিনীর প্রস্তুতি ও দক্ষতার ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।
এই উৎক্ষেপণ এমন এক সময় হলো, যখন ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে আবারও উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। এপ্রিল মাসের শেষদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের অধিকাংশ ছিলেন দেশি-বিদেশি পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলোর সম্ভাব্য সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রতিবেশী ভারতের প্রতি একরকম বার্তা হিসেবেই দেখা হচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, এটি আত্মরক্ষামূলক প্রস্তুতির অংশ এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা আরও সুসংহত করাই এর উদ্দেশ্য।
Leave a comment