যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বাঁচিয়েছে ইসরায়েলকে, আর এখন বেঞ্জামিন নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্রই রক্ষা করবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।
দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে। আর সেদিকে ইঙ্গিত করেই একথা বলেন ট্রাম্প। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বৃহস্পতিবার (২৬ জুন) এই তথ্য জানিয়েছে ।
পোস্টে তিনি আরও লেখেন, অবিলম্বে নেতানিয়াহুর বিচার বাতিল করা উচিত, এমন এক মহান নায়ককে ক্ষমা করা উচিত, ইসরায়েলের জন্য যিনি অনেক কিছু করেছেন।
ট্রাম্প আরও জানান, সোমবার নেতানিয়াহুর আদালতে হাজিরার কথা রয়েছে বলে তিনি খবর পেয়েছেন। ট্রাম্প বলেন, ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র, আর এখন নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্রই রক্ষা করবে।
ধারণা করা হচ্ছে. ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে রক্ষা করতে চাচ্ছেন, বিশেষ করে এমন সময়, যখন ইসরায়েলের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে নেতানিয়াহুর সরকার। মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো ইসরায়েলে বহুল আলোচিত। তবে আশঙ্কা করা হচ্ছে ট্রাম্পের এই আহ্বান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে ।
Leave a comment