নীলফামারীর হাজিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মারুফ হোসেন নীলফামারী সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের ছত্রসাল এলাকার বাসিন্দা আব্দুস সালামের বড় ছেলে। তিনি নীলফামারী জজ কোর্টের ক্যান্টিন পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাজিগঞ্জ বাজারের পাশের সড়কে দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির ওপর উঠে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মারুফ। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি ধাওয়া করে আটক করতে সক্ষম হন।
খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ট্রাকটিও জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি জিল্লুর রহমান। তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment