বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে প্রচণ্ড ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে মারা যাওয়া মো. নিরব হোসেনের দুই সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মর্মান্তিক এই ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে দলীয়ভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বুধবার (তারিখ উল্লেখ অনুযায়ী) রাতে তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে নিহত নিরব হোসেনের বাসায় যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান এবং তারেক রহমানের পক্ষ থেকে নিহতের দুই সন্তানের দায়িত্ব নেওয়ার ইচ্ছা ও অঙ্গীকার পৌঁছে দেন।
ডা. পারভেজ রেজা কাকন এ সময় মরহুমের দুই ভাই—মুসফিকুর রহমান ও বাহাদুর হোসেনের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এই দুঃসময়ে পরিবার একা নয়; দলীয় নেতৃত্ব পরিবারটির পাশে থাকবে। প
এই সাক্ষাতে ড্যাবের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ড্যাবের সহসভাপতি ডা. এ কে এম মাসুদ আক্তার জিতু, সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ সাজিদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ডা. রাসেল হোসেন, জোবায়েল আলম পাভেল এবং রাকিব হোসেন। তারা সবাই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
নিহত নিরব হোসেনের ছেলে তাহসিন হোসেন নাহিয়ান ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত। তিনি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্র জানায়, এর আগে সরকারিভাবে তাকে থাইল্যান্ড থেকে চিকিৎসা করিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। বর্তমানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।
ঘটনার পটভূমিতে জানা যায়, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির মধ্যে নিরব হোসেন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিরব হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামে। কর্মজীবনে তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বড় ভাই বাহাদুর হোসেন বর্তমানে একই পত্রিকার পরিবহন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে কর্মরত রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, নিরব হোসেন ছিলেন দায়িত্বশীল ও পরিবারকেন্দ্রিক মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীর শোকে মুহ্যমান। এই পরিস্থিতিতে তারেক রহমানের পক্ষ থেকে সন্তানদের দায়িত্ব নেওয়ার ঘোষণাকে তারা মানবিক ও সহমর্মিতার নিদর্শন হিসেবে দেখছেন।
Leave a comment