Home ধর্ম ও জীবন ইসলাম তুরাগ তীরে ইজতেমার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে: ৭০ শতাংশ কাজ শেষ
ইসলামধর্ম ও জীবন

তুরাগ তীরে ইজতেমার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে: ৭০ শতাংশ কাজ শেষ

Share
Share

বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীর তুরাগ তীরে প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চলছে। ময়দানের বেশিরভাগ অংশ ইতোমধ্যে সামিয়ানা ও টিনের চালা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বিদেশি অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থাসহ ময়দানের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শেষ পর্যায়ে রয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী শুক্রবার ইজতেমা মাঠ পরিদর্শন করেন। তিনি জানান, প্রস্তুতির ৭০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি কাজগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে আশাবাদী। তিনি বলেন, “ইজতেমার পরিধি বেড়ে যাওয়ায় আয়োজকদের সহায়তার প্রয়োজন হয়। সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা করছে, যেমন টয়লেট, স্বাস্থ্যসেবা, খাবার ও ওজুর পানি সরবরাহ।”

ইজতেমার আয়োজন কার্যক্রম তাবলিগ জামাতের মুরুব্বিরা পরিচালনা করেন। তবে তাদের চাহিদা অনুযায়ী সরকার টয়লেট নির্মাণ, বিদ্যুৎ ও পানির সংযোগসহ বিভিন্ন মৌলিক চাহিদা পূরণে ভূমিকা রাখছে। শরফ উদ্দিন বলেন, “গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পাবলিক হেলথ ডিপার্টমেন্টসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে ইজতেমার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করছে।”

ইজতেমা মাঠের আশেপাশে থাকা দোকানপাট ও অবৈধ স্থাপনাগুলো সরাতে রোববার থেকে অভিযান চালাবে জেলা প্রশাসন। দোকানদারদের আগেই স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আয়োজক কর্তৃপক্ষ টিনের চালার ব্যবস্থা করেছে। চটের পরিবর্তে টিন ব্যবহারের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সরকার সচেষ্ট।

আগামী ৩১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে মুসলমানদের এই মহাসম্মেলন। আয়োজকরা আশাবাদী, এর আগেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে।

ইজতেমা মাঠে ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজম এবং গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাম্পের নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার সাঁতারুর স্বর্ণপদক বাতিলের সিদ্ধান্ত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিয়ে বিতর্কের মধ্যে কড়া পদক্ষেপ নিয়েছেন এবার। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর...

চোরাই স্বর্ণ পরে স্ত্রীর টিকটক, আটক স্বামী

চুরি হওয়া গহনা পরে টিকটক করছিলেন স্ত্রী। সেটি দেখে কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশ তার স্বামী মো. সোহেল মিয়াকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে বৃহস্পতিবার...

Related Articles

তাজিয়া মিছিলে বহন করা যাবে না যেসব জিনিস

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঘোষণা করেছে যে, তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি,...

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫১৩ হাজি

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬০ হাজার ৫১৩ জন বাংলাদেশি হাজি...

দেশে ফিরেছেন ৪৮ হাজার ৮০১ জন বাংলাদেশি হাজি

পবিত্র হজপালন শেষে ৪৮ হাজার ৮০১ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এর...

মায়ের কাছে পড়ে ৯ মাসেই হাফেজ হলেন  কুষ্টিয়ার ৭ বছরের মুহাম্মদ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামে মায়ের কাছে পড়ে মাত্র নয় মাসে পবিত্র...