চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে অবশেষে রাজধানী ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল থেকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ ঢাকার শপিং মলে এক সহযোগীসহ ঘোরাঘুরি করছিলেন। এ সময় চট্টগ্রামের এক ব্যক্তি তাকে চিনতে পারেন এবং লোকজন জড়ো করে তাকে ধরে ফেলেন। পরে খবর পেয়ে শপিং মলে থাকা পুলিশের একটি দল এসে সাজ্জাদকে আটক করে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, “সাজ্জাদকে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাকে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হবে।”
সাজ্জাদ হোসেন চট্টগ্রামের অপরাধ জগতে ভয়ংকর এক নাম। তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্রব্যবহার এবং হত্যাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে, যার মধ্যে তিনজন বালু ব্যবসায়ী হত্যার অভিযোগও রয়েছে।
গত বছরের জুলাই মাসে চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করলেও কিছুদিনের মধ্যেই তিনি জামিনে মুক্তি পান। এরপর ৪ ডিসেম্বর পুলিশের অভিযানের সময় গুলি ছুড়ে পালিয়ে যান, এতে পাঁচজন আহত হন।
সবশেষ, চলতি বছরের ২৯ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দেন সাজ্জাদ। এ ঘটনার পর নগর পুলিশ কমিশনার তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেন। অবশেষে শনিবার রাতে ঢাকায় ঘুরতে গিয়ে ধরা পড়লেন এই শীর্ষ সন্ত্রাসী।
সাজ্জাদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে—এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু মুক্তি পেয়েছিলেন। এবার কি তিনি আইনের কঠোর শাস্তির মুখোমুখি হবেন, নাকি আবারও জামিনে বেরিয়ে আসবেন?
Leave a comment