যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের রপ্তানি পণ্যের ওপর নতুন করে উচ্চ হারে শুল্ক আরোপ করলেও এতে লাভবান হতে পারে ব্রাজিল। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) অর্থনীতিবিদেরা এ কথা জানিয়েছেন।
ট্রাম্পের ঘোষণায় বেশিরভাগ দেশের শেয়ারবাজারে পতন ঘটলেও ব্রাজিলের পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়ে। দেশটির মুদ্রা রিয়ালের মান বেড়ে ২০২৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
ব্রাজিলের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হলেও অন্য দেশের তুলনায় তা অনেকটাই কম, ফলে দেশটি বড় ধরনের বাণিজ্যঝুঁকি থেকে সুরক্ষা পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। ব্রাজিলের প্রধান পুঁজিবাজার সূচক ০.২৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হলে ব্রাজিল এতে কৌশলগতভাবে লাভবান হতে পারে। অতীতে যেমন চীনের সয়াবিন ও শস্য আমদানি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে ব্রাজিলমুখী হয়েছিল, এবারও তেমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান এক্সপি।
অর্থনীতিবিদ ইয়ানা ফেরাও বলেন, “অন্যান্য দেশের তুলনায় ব্রাজিলের ওপর শুল্কের বোঝা কম। এতে নির্দিষ্ট খাতে প্রতিযোগিতামূলক সুবিধা সৃষ্টি হয়েছে।”
ভার্দে অ্যাসেট ম্যানেজমেন্টের বিনিয়োগ কর্মকর্তা লুইস স্টলবার্জার বলেন, “ব্রাজিল-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক এখনো ভারসাম্যপূর্ণ। প্রশ্ন হলো, ব্রাজিল এই সুযোগ কাজে লাগাতে পারবে কি না।”
বিশ্বের অন্যতম বড় সয়াবিন, সুতা, মাংস ও মুরগির রপ্তানিকারক দেশ ব্রাজিল। ২০০৮ সাল থেকেই ব্রাজিলের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র উদ্বৃত্তে রয়েছে। ২০২৪ সালে এ উদ্বৃত্ত দাঁড়ায় ২৫ কোটি ৩০ লাখ ডলারে, যেখানে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৮ হাজার কোটি ডলারের বেশি।
Leave a comment