টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাবনা বাইপাস এলাকায় এ কর্মসূচি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রকৌশল সেক্টরের সমস্যার সমাধানে গঠিত “অসম কমিটি” প্রত্যাখ্যান এবং স্নাতক প্রকৌশলীদের তথাকথিত তিন দফা দাবি রাষ্ট্রীয়ভাবে বাতিল করারও দাবি জানান তারা।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল পলিটেকনিক শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইলেকট্রিক্যাল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী রমজান শেখ। উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল বিভাগের মো. আবু হানিফ, মো. সামিউলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা মহাসড়কে শ্লোগান দেন এবং দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানান।
Leave a comment