গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতভাগ দগ্ধ হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী শামীম আহমেদ (৪২)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা শামীম আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন চার ফায়ার সার্ভিস কর্মী ও এক স্থানীয় দোকানির দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
প্রধান উপদেষ্টা তার বার্তায় বলেন, “ফায়ার ফাইটাররা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষার যে উদাহরণ সৃষ্টি করেছেন, তা জাতির জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাদের এ অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”
প্রসঙ্গত, সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেটে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে শামীম আহমেদ মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ছাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম, ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার নূরুল হুদা (৪০), ফায়ার ফাইটার জয় হাসান (২৪) এবং স্থানীয় দোকানি আল-আমিন বাবু (২২) এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শামীম আহমেদের মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a comment