ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে ছেলের হাতুড়ির আঘাতে বিলকিস বেগম (৪০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলে সাকিব হোসেন ওরফে লাদেনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বিলকিস বেগম পেশায় রাজমিস্ত্রী রেজাউল ইসলাম রেজার স্ত্রী। গত ১০ নভেম্বর রাতে তাদের বাড়িতে ভয়াবহ এই সহিংসতার ঘটনা ঘটে। প্রতিবেশী ও স্থানীয় যুবদল নেতা জুলফিক্কার আলী ভুট্টো জানান, সেদিন সন্ধ্যায় ছেলে লাদেন মায়ের কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে হঠাৎ ক্ষুব্ধ হয়ে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে।
অভিযোগ অনুযায়ী, লাদেন হাতুড়ি দিয়ে তার মায়ের মাথায় একের পর এক ৮–১০টি আঘাত করে। শুধু তাই নয়, ওড়না দিয়ে মায়ের গলা শক্ত করে পেঁচিয়ে তাকে বাথরুমে আটকে রাখে। বাথরুমে বিলকিসকে অচেতন অবস্থায় ফেলে রেখে বাড়ির বিভিন্ন স্থাপনা ভাঙচুর করতে থাকে সে। শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় বিলকিসকে উদ্ধার করে।
প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মাথায় গুরুতর আঘাত এবং শ্বাসরোধের জটিলতার কারণে অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিলকিস বেগম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মায়ের ওপর এমন নির্মম হামলা চালানোর অভিযোগে ছেলে সাকিব হোসেন লাদেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a comment