Home আন্তর্জাতিক ‘ঝামেলা পাকাচ্ছে, আবার নোবেল চাইছে’- ট্রাম্পকে কটাক্ষ করলেন সালমান খান
আন্তর্জাতিকবিনোদনরাজনীতি

‘ঝামেলা পাকাচ্ছে, আবার নোবেল চাইছে’- ট্রাম্পকে কটাক্ষ করলেন সালমান খান

Share
Share

বলিউড সুপারস্টার সালমান খান আবারও খোলামেলা মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘বিগ বস ১৯’-এর মঞ্চে প্রতিযোগীদের শাসন করতে গিয়ে তিনি এমন এক মন্তব্য করেন, যা সরাসরি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলা হয়েছে বলে মনে করছেন দর্শকরা।

শনিবার রাতে সম্প্রচারিত পর্বে প্রতিযোগী ফারহান ভাটকে ভর্ৎসনা করার সময় সালমান বলেন, “যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে।” যদিও কোনো নাম উল্লেখ করেননি, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির সাম্প্রতিক প্রেক্ষাপটে ট্রাম্পের কর্মকাণ্ডের সঙ্গে মন্তব্যটি মিলে যায়।

গত কয়েক মাস ধরে ট্রাম্প ভারত–পাকিস্তান বিরোধ এবং ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত মীমাংসায় নিজের ভূমিকার দাবি করেছেন। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবুও ট্রাম্প সমর্থকেরা তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার দাবি তুলেছেন। সালমানের মন্তব্য সেই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।

পর্বটি প্রচারের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সালমানের মন্তব্যের ভিডিও। টুইটার ও রেডিটে ভক্তরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ লিখেছেন, “ভাইজান আসলেই আন্তর্জাতিক খবর রাখেন নাকি!” অন্যজন ঠাট্টা করে বলেছেন, “এবার দেখি ট্রাম্প কী জবাব দেন।”

শুধু ট্রাম্প প্রসঙ্গই নয়, সালমানের খোলামেলা কথাবার্তা আলোচনার জন্ম দিয়েছে। প্রতিযোগী ও গায়ক আমাল মালিকের অলস আচরণ নিয়েও তিনি সরাসরি কটাক্ষ করেছেন। এক প্রোমোতে সালমানকে বলতে শোনা যায়, “শো-এর বাইরে আপনার যে ইমেজ ছিল, সেটি এখন আরও খারাপ হতে চলেছে।” দিনের বেলা ঘুমানোর অভ্যাসের কারণে আমাল ইতিমধ্যেই দর্শক ও নির্মাতাদের বিরক্তির কারণ হয়েছেন।

টেলিভিশনের পাশাপাশি সিনেমার পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন সালমান খান। ‘বিগ বস’ শুটিংয়ের ফাঁকেই তিনি অংশ নিচ্ছেন নতুন ছবি “ব্যাটল অফ গালওয়ান”–এর কাজে। পরিচালক অপূর্ব লাখিয়ার এ যুদ্ধভিত্তিক ছবিতে গালওয়ান উপত্যকায় ভারত–চীন সেনাদের সংঘর্ষের কাহিনি তুলে ধরা হবে।

বিশ্লেষকদের মতে, রিয়েলিটি শোর মঞ্চে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং একইসঙ্গে বড়পর্দায় বাস্তব যুদ্ধের গল্পে অভিনয়—দুই প্রেক্ষাপটেই সালমান খান নিজেকে বহুমাত্রিকভাবে হাজির করছেন। এতে তার জনপ্রিয়তা যেমন বাড়ছে, সমালোচনাও কম আসছে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যৌন আকাঙ্ক্ষা মেটাতে নিজের পা কাটলেন হাসপাতালের সার্জন

ব্রিটিশ সার্জন নিল হপারকে ৩২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিকৃত যৌন আকাঙ্ক্ষা মেটাতে নিজের দুই পা ইচ্ছাকৃতভাবে কেটে ফেলার পর তিনি বিমা কোম্পানির...

জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় বিএনপির তীব্র নিন্দা

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...

Related Articles

শেখ হাসিনার উত্তরাধিকার পরিকল্পনা: ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন জয়-পুতুল

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন আলোচনার কেন্দ্রে এসেছে। দলটির...

১৫ বছরের আওয়ামী ‘ফ্যাসিস্ট’ শাসনে গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস হয়ে গেছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের গত ১৫ বছরের...

গাজায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়াল, দুর্ভিক্ষে লাখো মানুষ

ইসরায়েলের টানা হামলায় গাজায় প্রাণহানির সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের...

নেপালে ‘জেন-জি’ বিক্ষোভকারীদের দখলে পার্লামেন্ট ভবন: নিহত ৬, কাঠমান্ডুতে কারফিউ

নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া ‘জেন-জি আন্দোলন’ রক্তক্ষয়ী সহিংসতায় রূপ নিয়েছে।...