Home জাতীয় অপরাধ জুবিন গার্গের মৃত্যু: দুর্ঘটনা নাকি খুন—শিগগিরই মিলতে পারে রহস্যের জবাব
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকবিনোদন

জুবিন গার্গের মৃত্যু: দুর্ঘটনা নাকি খুন—শিগগিরই মিলতে পারে রহস্যের জবাব

Share
Share

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু ঘিরে তোলপাড় চলছে গোটা দেশে। তাঁর অকাল প্রয়াণকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ন—এটি কি কেবলই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র বা খুনের ছক?

এমন সময় জুবিনের মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর হাতে এসেছে এক “গুরুত্বপূর্ণ প্রমাণ”, যা তদন্তে নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৮ অক্টোবর) এসআইটি অফিসে উপস্থিত হয়ে ওই তথ্য সরবরাহ করেন জনপ্রিয় সংগীত পরিচালক ও জুবিনের দীর্ঘদিনের সহকর্মী মানস রবিন। বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি জানান, “আজ এসআইটির হাতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়েছি। বিভিন্ন সূত্র থেকে এগুলো সংগ্রহ করেছি। আশা করছি, এই তথ্যগুলো তদন্তকারীদের সঠিক পথে এগোতে সাহায্য করবে এবং প্রিয় শিল্পী জুবিনের মৃত্যুর পেছনের সত্যটা উদঘাটন সম্ভব হবে।”

তবে তদন্তের স্বার্থে ঠিক কী ধরনের তথ্য তিনি জমা দিয়েছেন, তা প্রকাশ করতে রাজি হননি রবিন। তাঁর ভাষায়, “তদন্ত যাতে বাধাগ্রস্ত না হয়, সে কারণেই আপাতত বিস্তারিত জানাতে চাই না। তবে আমি বিশ্বাস করি, এসআইটি দায়িত্বশীলভাবে বিষয়টি দেখবে।”

তিনি আরও বলেন, “এটা আমার ব্যক্তিগত কোনো ধারণা নয়। আমি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছি। মনে হচ্ছে তদন্ত সঠিক দিকেই এগোচ্ছে। আমরা সবাই আশা করছি, খুব শিগগিরই জানা যাবে—এটা দুর্ঘটনা ছিল, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

উল্লেখ্য, জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সম্প্রতি তাঁর এক ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই মানস রবিনের সরবরাহ করা নতুন তথ্য, তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত তথ্য যাচাই ও বিশ্লেষণের কাজ চলছে। তারা আশাবাদী, শিগগিরই এই বহুল আলোচিত মৃত্যুরহস্যের পর্দা উন্মোচিত হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন ৩ জন

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন। তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর)  বিকেল ৩টা ৪৫ মিনিটের...

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে রোববার (১২ অক্টোবর) রাতে বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন নামের এক কলেজছাত্র মারা গেছেন। মৃত হৃদয় হোসেন ওই...

Related Articles

সন্ধ্যার পর গাজায় ঢুকবে ত্রাণবাহী ৬০০ ট্রাক

যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এসব ট্রাকে খাদ্য,...

পরিবারকে পাশে নিয়ে ঘটনার বর্ণনা দিলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে শুরু হওয়া তুমুল আলোচনা-সমালোচনার...

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২০ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বিকল্পধারা...

গোপালগঞ্জে ৪০ গ্রাম গাঁজাসহ মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান চালিয়ে ২৫ বছর...