Home জাতীয় জাকসু নির্বাচনে মেয়েদের হলগুলোতে এগিয়ে ছাত্রশিবির ও বাগছাস
জাতীয়রাজনীতি

জাকসু নির্বাচনে মেয়েদের হলগুলোতে এগিয়ে ছাত্রশিবির ও বাগছাস

Share
Share

দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোট গ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।
নির্বাচনের শুরু থেকেই মেয়েদের হলগুলোতে প্রতিদ্বন্দ্বিতায় তুলনামূলক এগিয়ে রয়েছে ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। দেখা যায়, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। সকাল ৯টা থেকে ১২টার মধ্যে খালেদা জিয়া হলে ভোটার উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

ছাত্রীরা জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল ছাত্রসংসদে ভোট দেওয়ার। শিক্ষার্থী রিপা আক্তার বলেন, “বন্ধু-বান্ধব সবাই আলোচনা করেছি, আমি স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছি। চাই ক্যাম্পাসে যারা কাজ করবে তারাই জিতুক।” অন্য শিক্ষার্থী মারিয়া আক্তার বলেন, “শিবিরকে ভোট দিয়েছি, কারণ তারা ক্যাম্পাসে স্থিতিশীল থাকে এবং মেয়েদের নিরাপত্তায় আস্থা দেওয়া যায়।”

জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১,৭৪৩ জন, এর মধ্যে ছাত্রী ৫,৭২৮ ও ছাত্র ৬,১১৫ জন। কেন্দ্রীয় সংসদের মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এক সঙ্গে ২১টি হল সংসদ নির্বাচনেরও আয়োজন করা হচ্ছে।সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১টি হল সংসদে মোট ৩১৫টি পদে ৪৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাকসুতে মোট সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে চারটি পূর্ণাঙ্গ প্যানেল—ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য ও গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম। তিনটি আংশিক প্যানেল—স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ। এছাড়া অনেক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খালেদা জিয়া হলের রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মোহাম্মদ আওলাদ হোসেন জানান, “হলে মোট ভোটার ৪০৯ জন, সকাল ১২টা পর্যন্ত ১২২ জন ভোট দিয়েছেন। আশা করা যায় বিকাল পর্যন্ত আরও ভোটার উপস্থিত থাকবেন।”
জাহানারা ইমাম হলের দায়িত্বপ্রাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে চলছে, কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা সচেতন আছি যাতে বিশৃঙ্খলা না ঘটে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিপুল ব্যবধানে ডাকসুর নবনির্বাচিত ভিপি হলেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ব্যাপক ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম।...

জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি তুলনা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)...

Related Articles

নাসিরনগরে ব্যবসায়ী খুনের ঘটনায় ছেলে আটক, পুকুর থেকে অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যবসায়ী আলম মিয়া (৬০) হত্যার ঘটনায় তদন্ত চাঞ্চল্যকর মোড় নিয়েছে।...

বলিউডে আরিফিন শুভর অভিষেক, প্রকাশিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিরিজের প্রথম ঝলক

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর বলিউডে অভিষেক ঘটল। কলকাতার নির্মাতা সৌমিক সেন...

দক্ষিণ এশিয়ায় গণবিস্ফোরণ: শ্রীলংকা, বাংলাদেশ, নেপালের পর এবার কি ভারত?

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বৃহস্পতিবার হেলিকপ্টারে করে সাতজন মন্ত্রী ও পরিবারের...

নেপালে তরুণদের ভরসার প্রতীক ‘র‌্যাপার মেয়র’ বালেন্দ্র, আলোচনায় অন্তর্বর্তী নেতৃত্ব

নেপালে রাজনৈতিক পরিবর্তনের দাবিতে তরুণদের মধ্যে নতুন নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন কাঠমান্ডুর...