ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদের প্রার্থী উমামা ফাতেমা এবারও নির্বাচনী প্রক্রিয়াকে “কারচুপি” হিসেবে আখ্যায়িত করেছেন।
উমামা ফাতেমা বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে বলেন, “ছাত্রশিবির জাতির সঙ্গে বেঈমানি করেছে। এটি দেশের ইতিহাসের কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে।”
তিনি আরও বলেন, “কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির জাতির সঙ্গে বেঈমানি করেছে।”
এর আগে তিনি রাত সাড়ে ৩টার দিকে আরেকটি স্ট্যাটাসে নির্বাচনী কারচুপির অভিযোগ উত্থাপন করেন এবং ডাকসু বর্জনের ঘোষণা দেন। তিনি লিখেছেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন।”
উমামা ফাতেমার এই সমালোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের প্রেক্ষাপটে এসেছে। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৮টি পদে ২৩টিতে জয়ী হয়েছেন। অন্যদিকে, ছাত্রদল কোনো পদও জয় করতে পারেনি।
বিশ্লেষকরা মনে করছেন, উমামা ফাতেমার বক্তব্য শিক্ষার্থী রাজনীতিতে বিতর্ক এবং আলোচনার নতুন মাত্রা যোগ করতে পারে। সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া শত শত শিক্ষার্থী ও শিক্ষক দ্বারা শেয়ার ও সমর্থিত হচ্ছে।
Leave a comment