মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের কাছ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আশরাফুজ্জামান হিসাম ভোরে ঢাকাগামী ট্রেন থেকে নেমে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ জানায়, আটক হিসামকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং কেন তিনি পালানোর চেষ্টা করছিলেন—তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।
Leave a comment