চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না পাওয়ায় আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র যাচাইয়ের দিন সকালে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে একদল লোক জড়ো হয়ে আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে স্লোগান দেয়। পরিস্থিতি বিবেচনায় কার্যালয়ের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে থাকা এক আইনজীবী অভিযোগ করেন, মনোনয়ন যাচাই চলাকালে তার প্রস্তাবক ও সমর্থনকারীকে সম্মেলনকক্ষে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
একই দিনে এ আসনে আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-কোষাধ্যক্ষ এস এম ফজলুল হক এবং সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে সাকিলা ফারজানা। নির্বাহী হাকিম হেদায়েত উল্যাহ জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ফজলুল হক ও সাকিলা ফারজানা দুজনই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

Leave a comment