চট্টগ্রামের পটিয়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ আশিয়ার নূর আহমদ বাড়ির মৃত সোলায়মানের ছেলে নাজু (২৭) এবং একই এলাকার চৌধুরী বাড়ির আবদুল আলিমের ছেলে তারেক (১৯)।
স্থানীয়রা জানান, দক্ষিণ আশিয়ার জানে আলমের নতুন ভবনে স্যানিটারি রিং বসানোর কাজ করছিলেন তারা। এ সময় সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালান, তবে সফল না হওয়ায় পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a comment