Home আন্তর্জাতিক ঘূর্ণিঝড় কাজিকি: ভিয়েতনামে অর্ধকোটি মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় কাজিকি: ভিয়েতনামে অর্ধকোটি মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ

Share
Share

ভয়াবহ শক্তি নিয়ে ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কাজিকি’। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে সরকার ৫ লাখ ৮৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

ভিয়েতনামের আবহাওয়া দপ্তর জানিয়েছে, কাজিকির প্রভাবে ইতোমধ্যে বাতাসের গতি ঘণ্টায় ১৬৬ কিলোমিটার ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার (২৫ আগস্ট) উপকূলে আঘাত হানার সময় ঝড়টি আরও শক্তি সঞ্চয় করতে পারে।
থান হোয়া, কোয়াং ত্রি, হিউ এবং ডা নাং প্রদেশের বাসিন্দাদের দ্রুত বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বাতিল হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইটও।

চীনের হাইনান দ্বীপ অতিক্রম করার পর ঝড়টি তাইওয়ানে দুর্বল হলেও এখনো বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বর্ষণে কিছু এলাকায় ৩২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিবিসি জানায়, তাইওয়ানে প্রবেশের সময় বাতাসের গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে এবং ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উপকূলজুড়ে ২ থেকে ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করেছে ভিয়েতনাম সরকার। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানায়, “পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। পর্যটন জাহাজ, মাছ ধরার নৌকা এবং মৎস্য খাত মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।”

ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, রবিবার ও সোমবার মোট ২২টি ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, গত বছরের সেপ্টেম্বরের টাইফুন ইয়াগির মতো এই ঝড়ও ভয়াবহ রূপ নিতে পারে। ওই সময় শুধু ভিয়েতনামেই ৩০০ জন নিহত হয়েছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় স্বামীকে কবরস্থানে আটকে রেখে স্ত্রী–মেয়েকে অপহরণ

পাবনা জেলা সদরের আরিফপুর কেন্দ্রীয় কবরস্থান এলাকায় এক নারীর স্বামীকে কবরস্থানে আটকে রেখে তাঁর স্ত্রী ও ১৩ বছর বয়সী মেয়েকে অপহরণের অভিযোগ পাওয়া...

আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান শরীফ আর নেই

আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় শনিবার দিবাগত...

Related Articles

ইয়েমেনের সানায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে।...

ভারতের উত্তর প্রদেশে তীর্থযাত্রীবাহী ট্রলিতে ট্রাকের ধাক্কা, নিহত ৮

ভারতের উত্তর প্রদেশে তীর্থযাত্রীবাহী ট্রাক্টর-ট্রলিকে একটি ট্রাক ধাক্কা দিলে অন্তত ৮ জন...

ঢাকায় জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

‘এমিলি ইন প্যারিস’ সেটে সহকারী পরিচালকের আকস্মিক মৃত্যু

জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ এমিলি ইন প্যারিস–এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা শুটিং সেটেই...