Home Uncategorized ঘরের খোঁজে গাজাবাসীও দেখে সুবর্ণরেখার স্বপ্ন
Uncategorized

ঘরের খোঁজে গাজাবাসীও দেখে সুবর্ণরেখার স্বপ্ন

Share
Share

 

দীর্ঘ অপেক্ষা শেষে বাড়ি ফেরা অবরুদ্ধ গাজার ফিলিস্তিনিদের ভেতরে–ভেতরে যেন বেজে উঠেছিল পুরোনো শুশ্রূষার সুর। খান ইউনিস, গাজা | ছবি: রয়টার্স

ঘর মানে কি শুধু চার দেয়ালের অবকাঠামো? নাকি তা এক ধরণের অনুভূতি—হৃদয়ের এক কোমলতম বাসস্থান? ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’ চলচ্চিত্রে ছোট্ট সীতার মতোই গাজার শিশু কারেম সামরারও হয়তো একই প্রশ্ন। সীতা যেমন তাঁর নতুন বাড়ির খোঁজে ছুটেছিল দাদার হাত ধরে, গাজার শিশুরাও তেমনি ধ্বংসস্তূপ পেরিয়ে খুঁজছে সেই চেনা আশ্রয়, সেই হারিয়ে যাওয়া জানালার শিক, যার গায়ে হেলান দিয়ে একসময় তারা তাকাত আকাশের দিকে।

কারেম সামরা যুদ্ধের ভয়াবহতার মধ্যে থেকেও মনে রেখেছে তার স্কুলঘর, তার প্রিয় জানালা, ফুলের বাগান আর প্রজাপতিরা। মনে রেখেছে ক্রেয়নের বাক্স—যার সঙ্গে আঁকা হত স্বপ্নের ঘর। অথচ সেই ঘর আজ নেই, নেই সেই জানালা, সেই খেলাঘর। বোমার আঘাতে স্কুলভবন ধূলিসাৎ, কিন্তু কারেমের হৃদয়ে আঁকা ছবি এখনও উজ্জ্বল।

বাড়ির প্রতি এই টান শুধু কল্পনার নয়, বাস্তবতারও। আল–জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষদের ফিরে আসার গল্প। ঘরে ফিরেও তাঁরা পাননি ঘর, শুধু পেয়েছেন ধ্বংসস্তূপ। কেউ খুঁজে পাননি পোশাক বদলানোর ঘর, কেউ খুঁজে পাননি দরজার চিহ্নও।

গাজার আবদুল ফাত্তাহর মতো অনেকেই তাই বলেন, “ফিরে এলাম, কিন্তু কিছুই নেই। যেন জন্মের সময়ের মতো নিঃস্ব আমি।” ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া বাড়ির পাশে দাঁড়িয়ে কেউ কেউ নিশ্চুপে তাকিয়ে থাকেন, কেউ হয়তো মাটিতে বসে শোনেন ভেতর থেকে ভেসে আসা সেই পুরোনো শুশ্রূষার সুর—যেখানে একদিন তাঁরা গড়েছিলেন জীবন, ভালোবাসা, পরিবার।

এই দৃশ্যের সঙ্গে আশ্চর্য রকমের মিল রয়েছে ‘সুবর্ণরেখা’র সেই কল্পনার নতুন বাড়ির। যেখানে ছিল ফুল, পাখি, নদী আর একটুকরো শান্তি। গাজার মানুষেরাও আজ তেমনি এক সুবর্ণরেখার পেছনে ছুটছেন—একটি ঘরের আশায়, যার অবস্থান হয়তো শুধুই হৃদয়ের গভীরে।

এ যেন এক যুদ্ধবিধ্বস্ত শিশুর চোখে চৌকো জানালার আলোর স্বপ্ন এঁকে দেওয়ার গল্প। আর প্রশ্ন থেকে যায়—ঘরের খোঁজ কি কেবল স্থানভিত্তিক? নাকি তা হৃদয়েরই একটা স্পন্দন, একটা আশ্রয়, যেখানে মানুষ ফিরে যায় নিজের ভেতরে, আবারও নতুন করে ঘর বাঁধার স্বপ্নে?

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আটক সেই রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি করা হয়নি বলে...

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১৩

গাজীপুরে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর বাসন...

Related Articles

পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।...

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নি’হত ৫

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে...

গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য সব ধরনের অস্থায়ী ভিসা কার্যক্রম স্থগিত করেছে...

আটক সেই রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির...