পশ্চিমবঙ্গের তরুণ অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবার খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়ে খোলাখুলি মত জানালেন। সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চিত্রনাট্যের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অভিনয় করবেন, তবে তার আগে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করে নিতে চান।
১৪ বছর ধরে অভিনয়জগতে সক্রিয় স্বস্তিকা ছোট পর্দায় নায়িকা চরিত্রে যেমন জনপ্রিয়, বড় পর্দায় খলনায়িকা হিসেবেও দর্শকের মন জয় করেছেন। অরিত্র মুখোপাধ্যায়ের ‘ফাটাফাটি’ ছবিতে তাঁর চরিত্র দর্শকদের ক্ষুব্ধ করলেও অভিনয় দক্ষতার প্রশংসা কুড়িয়েছে। নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, টিকে থাকতে হলে বৈচিত্র্যময় চরিত্র বেছে নেওয়া জরুরি, কারণ একঘেয়ে চরিত্রে অভিনয় করতে তিনি আগ্রহী নন।
খোলামেলা পোশাক ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক যখন টলিউডে চলমান, তখন স্বস্তিকা জানালেন, তিনি কারও অনুসরণ না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন মিমি চক্রবর্তীর নাম, যিনি সম্প্রতি ‘রক্তবীজ ২’-এ বিকিনি দৃশ্যে অভিনয় করেছিলেন। স্বস্তিকার ভাষায়, ‘‘মিমিদি নিজেকে আগে তৈরি করেছিলেন। আমিও ঠিক সেভাবেই করব।’’
তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন, কেবলমাত্র গল্পের প্রয়োজনেই এমন দৃশ্যে কাজ করবেন। দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য অভিনয় উপহার দিতে নিজের শারীরিক গড়ন ও মানসিক প্রস্তুতির ওপর জোর দেবেন। তাঁর মতে, নায়িকাদের সাফল্যের জন্য সবসময় খোলামেলা চরিত্রে অভিনয় করতে হবে—এমন ধারণা একপেশে। বরং চরিত্রের গভীরতা ও অভিনয়ের বৈচিত্র্যই তাঁকে টিকিয়ে রাখবে দীর্ঘসময়।
বর্তমানে স্বস্তিকা নতুন ত্রিকোণ প্রেমের সিনেমা ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে অভিনয় করছেন, যেখানে তাঁর বিপরীতে আছেন গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্ত। টিভি থেকে বড় পর্দা—সবখানেই নিজের অভিনয়শৈলী দিয়ে আলোচনায় থাকতে চান তিনি।
Leave a comment