Home জাতীয় অপরাধ গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন

Share
Share

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে আনন্দ ঘোষ (৪০) নামের এক ব্যক্তি আপন ভাই ও ভাতিজাদের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী মিতা ঘোষ (৩৫)।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামের ঘোষবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনন্দ ঘোষ ওই গ্রামের মৃত সুধীর ঘোষের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আনন্দ ঘোষের বাড়ির ছাদ থেকে বৃষ্টির পানি পড়ে রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। এ নিয়ে তার সঙ্গে ভাইদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার রাতে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আনন্দ ঘোষের স্ত্রী মিতাকে মারধর করেন ভাতিজারা। বড় ভাই কালাচাঁদ ঘোষ, যুগল ঘোষ এবং ভাতিজারা মিলে লাঠিপেটা করেন আনন্দ ঘোষকে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মিতা ঘোষ অভিযোগ করে বলেন, “ছাদ থেকে পানি পড়া নিয়ে দেবর-ভাসুররা দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করছিল। অবশেষে তারাই আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।”
প্রতিবেশী বাচ্চু হাওলাদার জানান, বিষয়টি মীমাংসায় একাধিকবার সালিস বৈঠক হলেও কেউ সিদ্ধান্ত মানেনি। “শেষ পর্যন্ত সামান্য ছাদের পানি নিয়ে আনন্দকে জীবন দিতে হলো।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শিক্ষার্থীদের ব্যালট বিপ্লবে চাঁদাবাজদের শোচনীয় পরাজয়: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ আর পুরোনো শাসনব্যবস্থায় ফিরতে চায় না। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা...

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া ভবনগুলোতে তল্লাশি চালিয়ে নতুন করে মরদেহ...

Related Articles

হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

খুলনার কয়রা উপজেলায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও শিকারের...

বান্দরবানের লামায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে থানায় সোপর্দ

বান্দরবানের লামা উপজেলায় ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাবেদ (১৮) নামের এক...

টাঙ্গাইল যৌনপল্লী থেকে যুবলীগ নেতা শাহ জনি গ্রেফতার

টাঙ্গাইলের যৌনপল্লী এলাকা থেকে শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ জনিকে গ্রেফতার করেছে...