বুধবার (১০ ডিসেম্বর) ভোরে গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গুদাম, দুটি মিনি কারখানা ও একটি শ্রমিক কলোনি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এ এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক আগুন লাগার ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ ফকির মার্কেট এলাকায় হঠাৎ জুটের গুদামে ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই আগুনের তীব্রতা বাড়তে শুরু করলে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন দ্রুত পাশের দুটি মিনি কারখানা ও শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে, ফলে ঘটনাস্থল ঘন অন্ধকার ধোঁয়ায় ঢেকে যায়।
খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা চালায়। পরে ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, “আমবাগ এলাকায় ভয়াবহ একটি আগুনের ঘটনা ঘটেছে। আমাদের চারটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কারণ এখনো স্পষ্ট নয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যায়নি। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। অনেকেই বলেন, কারখানা ও গুদামগুলোতে অগ্নিনিরাপত্তার সরঞ্জাম থাকলেও সেগুলোর বেশিরভাগই অকার্যকর বা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় গুদাম ও কারখানা নির্মাণের ফলে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
Leave a comment