খুলনা নগরীর বাঙ্গালবাড়ি এলাকায় অস্ত্র কেনাবেচার সময় গুলিবিদ্ধ হয়েছেন একজন ব্যক্তি। পরে অভিযান চালিয়ে একটি শটগান, দুটি বিদেশি পিস্তল, বেশ কিছু গুলি ও একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুই ব্যক্তি—ফারুক হোসেন ও খাইরুল সরদার।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শটগানটিতে ‘বিডি পুলিশ’ লেখা রয়েছে, যা পুলিশের লুট হওয়া অস্ত্র হতে পারে। তবে অস্ত্রটি কখন, কোথা থেকে লুট হয়েছিল—তা এখনো নিশ্চিত নয়।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) আবু রায়হান মো. সালেহ বলেন, বুধবার রাতে হরিণটানা থানার বাঙ্গালবাড়ি রোডে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পায় পুলিশ। পরে অনুসন্ধান চালিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ খাইরুল সরদারকে শনাক্ত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাইরুল জানায়, অস্ত্র কেনার সময় তা পরীক্ষা করতে গিয়েই অসাবধানতাবশত গুলিবিদ্ধ হন তিনি। এরপর তাঁর তথ্যের ভিত্তিতে পুলিশ অস্ত্র বিক্রেতা ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালায়।
ফারুকের বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘরের কাঠের স্তূপ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি শটগান, সাতটি শটগানের গুলি, আটটি পিস্তলের গুলি এবং একটি রামদা উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র বেচাকেনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করে পুলিশ।
অতিরিক্ত কমিশনার আবু রায়হান জানান, শটগানটি পুলিশের কোনো থানা থেকে লুট হওয়া কিনা, তা যাচাইয়ের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ফারুক হোসেন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী, চাঁদাবাজসহ নানা অপরাধীদের কাছে অবৈধ অস্ত্র বিক্রি করতেন।
পুলিশ জানিয়েছে, অস্ত্র পাচার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a comment