বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আওয়ামী লীগ বা জাতীয় পার্টির (জাপা) মতো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা কখনোই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি করিনি। আমরা কেবল আওয়ামী লীগের সেই কার্যক্রম নিষিদ্ধ করার কথা বলেছি, যেগুলো সহিংসতা সৃষ্টি করেছে, গণতন্ত্র ও অর্থনীতির ক্ষতি করেছে এবং দেশকে ক্ষতিগ্রস্ত করেছে।”
তিনি আরও স্পষ্টভাবে জানান, বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধের পথে নেই। তার ভাষায়, “আমরা পরিষ্কারভাবে না করে দিয়েছি। বলেছি, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই।”
Leave a comment